বুড়ো বয়েসে ভীমরতি
শ্যামল সোম
আজ সকালে ঝোলার ভর্তি কবিতার পান্ডুলিপি নিয়ে
কলেজ স্ট্রীট এর বর্ণ পরিচয় নামে বিশাল মলে সারি
সারি পুস্তক প্রকাশনী জনৈকা জননীর সাহায্যে এক
প্রকাশকের দরবারে হাজির, নমস্কার করে ভয়ে ভয়ে
অধমের নাম শুনেই একগাল হেসে জননীর সন্মানে
বসতে বললেন, হাঁ হাঁ উনি সনামধন্যা লেখিকা আপনার
নাম সুপারিশ করেছেন, তা কৈ দেখি লেখা !
কম্পিত হাতে তুলে দিলাম এক আকাশ মেঘের মতন
আমার আদরের কবিতা যিনি জননী মতন শৈশবে
কৈশোরের ভগ্নী বা খেলার সাথী যৌবনে প্রারম্ভিক প্রেম
প্রেমিকা এখন বাদ্ধকে কন্যা বা নাতনী আশৈশব সঙ্গিনী
আমার নিজের কাছে আদরের কবিতাগুলো কতশত বিনিদ্র
রাতের ঘুম নষ্ট করে রাতদিন লিখে চলছি এ যেন গঙ্গা পদ্মা
স্রোত সুপ্ত কান্না তীব্র বাসনা মরার আগে ছাপা অক্ষরে দেখবো
আমার প্রথম প্রেম স্বপ্নের কাব্য সমগ্র থেকে যাবে গ্রন্থ হয়তো
শেষে দেখা যাবে কলেজ স্ট্রিটের ফুটপাতে পুরোনো বইয়ের
দোকানে দড়িতে ঝুলতে এই অমর কাব্য গ্রন্থ " কবিতার সহবাস! "
প্রকাশক মহাশয়া ভয়ংকর রকম ক্ষেপে গেলেন ছিঁড়ছেন
দাঁতে দাঁত চেপে নারী সেই বাঘিনী অট্টহাস্য মা ছিন্নমস্তা
সুন্দরী প্রকাশক ঐ ভীষণ আক্রমণে বিপন্ন সন্ত্রস্ত জননী বলে
চরণ তলে হুমকি মধ্যেই হামলে পড়ে কবিতা গুলি ফুলের
মতন ওনার হাত থেকে বাঁচালাম, তখন দেবী গর্জন করছেন
" ছাইপাশ আবোলতাবোল এই সব কবিতা আস্তাকুড় ফেলুন।"
গলা শুকিয়ে গেছে পা
শের এক ভদ্রলোক বললেন " দিদিভাই
উনি তো নিজের টাকাতে ছাপাবেন! " সায় দিয়ে বলি "নিশ্চয়ই
ঐ মানে আমার দীর্ঘদিনের বহুবছর এর স্বপ্ন যদি- -?
মুখের কথা মুখেই রইল।
উনি হুংকার দিলেন, আমার প্রকাশনীর বাংলা ভাষা সাহিত্যের
প্রতি সম্মান দায় বাধ্যতা দায়িত্ব আছে মান্না বাবু পাগল ছাগল
জরাজীর্ণ বৃদ্ধ ক্ষেপেছেন, উনি কাব্য গ্রন্থ প্রকাশ করে কবি হবেন,
এই সেই কাকের ময়ূর সাজার বাসনা।"
" হবে হবে ছাপা যাবে অন্য প্রকাশনীর নামে তবে মেসো মশাই
এই গুলো শুদ্ধ কাব্য অলংকরণ চিত্রকল্প ছন্দের বিমূর্ত বিন্যাস
নেই নেই নান্দনিক কাব্যিক ভাব ভাবের অভাব এগুলো অনু গল্প
করে দিন পাঠক খাবে " আপনার টাকা দু দশখানা বিক্রী করার
দায়িত্ব আপনার! ভেবে জানাবেন "
সেইসব ভাবনার উদ্রেক ফসল এই গ্রন্থের নাম " কবিতার সহবাসে গল্পের ভ্রূণ "!
ধন্যবাদ আপনাদের জানাই অভিনন্দন শুভ রাত্রি যাপন সুখের স্বপন।
No comments:
Post a Comment