Saturday, April 23, 2016

যৌথ লিখন ---: বাঁশিওয়ালা  ও মায়াবতী


বাঁশিওয়ালা ---:

জানো, মায়াবতী, ভোরে উঠে দেখি
জানালার বাইরে আলো
আঁধারে, হালকা কুয়াশায়
আর আলোয় আলোক লতা,
মায়াবী চোখে, মুখে মৃদু হাসি
দাঁড়িয়ে আছো তুমি !
পেছনে শীতলক্ষা নদী
কল কল করে বহে যাচ্ছে।
কিন্তু  কি করে তা সম্ভব ?
না! আমি স্বপ্ন  দেখছিলাম।

মায়াবতী ---:

আমাকে তোমার হাত ছূঁয়ে বলতে
হবে, " দেখতে মিথ্যে ছিল সে স্বপ্ন ?
হাঁ, ভোরের কুয়াশার আড়াল হতে
ধীরে ধীরে নুপুর পড়া পায়ে আলতো
হেঁটে হেঁটে পৌঁছে ছিলাম ঐ  খোলা
জানালায় দাঁড়িয়ে দেখেছি তোমাকে,
হাঁ  বাঁশিওয়ালা!  সত্যি ছিলাম আমি।

বাঁশিওয়ালা ---:

অবিশ্বাস্য মনে হয় কোন
স্বপ্নের  উদ্যানে মায়াবী
ভোরের আলোয় উজ্জ্বল
সূর্য  উদ্ভাসিত হয়ে উঠছে
শীতলক্ষা নদীর  ওপারে।
রাঙা আলো এসে পড়ছে
তোমার স্নিগ্ধ মুখে, ঐ অনন্য
অপলক দৃষ্টির তাকিয়ে আছো,
তির তির করে কাঁপছে চোখের
পাতা, চোখের মণিতে ভাসছে
ও কে ? বিহ্বল বিমোহিত  আমি ?